দশম শ্রেনী ভূগোল অধ্যায় ৩ – বারিমণ্ডল
সৃষ্টির আদিলগ্নে পৃথিবীর উত্তপ্ত তরল অবস্থা থেকে তাপ বিকিরণ করে শীতল ও কঠিন ভূপৃষ্ঠ গড়ে ওঠার সময় বিভিন্ন কারণে ভূপৃষ্ঠের বেশ কিছু অংশ অবনমিত হয়। পরে ওই অবনমিত স্থানগুলি অবিশ্রান্ত বারিধারার দ্বারা ভরাট হয়ে বিশাল জলভাঙার সৃষ্টি করে। এই বিশাল জলভাণ্ডারের ভৌগোলিক নাম বারিমণ্ডল। অনুমান করা হয়, পৃথিবীর মোট জলরাশির শতকরা 97 ভাগই আছে সাগর, …