সিন্ধুতীরে – সৈয়দ আলাওল
কবি পরিচিতি মধ্যযুগের অন্যতম সেরা কবি ছিলেন সৈয়দ আলাওল। ১৫৯৭ সালে বাংলাদেশের চট্টগ্রাম জেলার ফতেহাবাদে জন্মেছিলেন সৈয়দ আলাওল। তার বাবা ছিলেন জালাল পুরের অধিপতি মজলিশ কুতুবের অমাত্যপ্রধান। তার বাবার মৃত্যুর পরে পরিবারের দুরবস্থার জন্য তিনি আরাকানে আসেন। সেখানে গিয়ে তিনি প্রথমে সেনাদলে যোগ দিলেও তার গুন আমাত্যপ্রধানকে প্রভাবিত করে। পরে তার ই নির্দেশে তিনি পদুমাবৎ …